২২ ঘণ্টা পর যানজটমুক্ত সিরাজগঞ্জের মহাসড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৯ জুলাই ২০২২

দীর্ঘ ২২ ঘণ্টা পর যানজটমুক্ত হলো সিরাজগঞ্জ মহাসড়ক। শুক্রবার (৮ জুলাই) দুপুর ২টা থেকে মহাসড়কের সিরাজগঞ্জ অংশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা গড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র হয়। ২২ ঘণ্টা পর শনিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখা দেখা যায় কোথাও কোনো যানজট নেই। যানবাহন তার নিজস্ব গতিতে চলাচল করছে।

২২ ঘণ্টা পর যানজট মুক্ত সিরাজগঞ্জের মহাসড়ক

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোসাদ্দেক হোসেন জাগো নিউজকে বলেন, ‘গতকাল দুপুর থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত সেতুর পশ্চিম পাড় ও তার আশপাশের এলাকায় তীব্র যানজট ছিল। এখন কোনো যানজট নেই। যানবাহনগুলো নিজ নিজ গতিতে চলছে।’

২২ ঘণ্টা পর যানজট মুক্ত সিরাজগঞ্জের মহাসড়ক

জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক সালেকুজ্জামান খাঁন সালেক বলেন, মহাসড়কে এখন আর কোনো যানজট নেই। যানবাহনের হালকা চাপ থাকলেও স্বাভাবিক গতিতে চলাচল করছে।

২২ ঘণ্টা পর যানজট মুক্ত সিরাজগঞ্জের মহাসড়ক

হাটিকুমরুল হাইওয়ের থানার ওসি লুৎফর রহমান জানায়, বর্তমানে হাটিকুমরুল গোলচত্বর ও তার আশপাশে কোনো যানজট নেই। মহাসড়কের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।