ঝালকাঠি সদর হাসপাতালে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৯ জুলাই ২০২২
ফাইল ছবি

ঝালকাঠি সদর হাসপাতালের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০০ শয্যাবিশিষ্টি হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে প্রচণ্ড গরমে হাসপাতালের ভর্তি হওয়া সাত করোনা রোগীসহ শতাধিক রোগী ও তাদের স্বজনরা পড়েছেন চরম ভোগান্তিতে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে হাসপাতালের বিদ্যুৎ সংযোগের সিডিডিপি সম্পূর্ণ পুড়ে যায়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন সালেহা বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাত পাখা দিয়ে বাতাস করতে হচ্ছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঝালকাঠি সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের প্রধান সহকারী মতিউর রহমান জানান, পুড়ে যাওয়া বিদ্যুতের সিডিডিপির দাম নিরূপণের জন্য গণপূর্ত বিভাগকে খবর দেওয়া হয়েছে। হাসপাতালে বিকল্পভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

আতিকুর রহমান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।