অতিরিক্ত যাত্রী নেওয়ায় লক্ষ্মীপুরে লঞ্চকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:০৫ পিএম, ০৯ জুলাই ২০২২
অতিরিক্ত যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে

অতিরিক্ত যাত্রী নেওয়ায় এসটি খিজির-৮ নামে একটি ছোট লঞ্চকে গুনতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা। শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাটঘাটে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, লঞ্চটি বিকেল ৫টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাটঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রী পর্যাপ্ত না হওয়ায় ছাড়া হয়নি। একপর্যায়ে লঞ্চটিতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লঞ্চটিতে ধারণ ক্ষমতা ছিল ২০০ জনের। কিন্তু এর অতিরিক্ত যাত্রী নেয় লঞ্চটি। তাই সন্ধ্যার দিকে এর মাস্টারকে জরিমানা করা হয়। পরে ২০০ যাত্রী নিয়েই লঞ্চটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে একই ঘাটে যাত্রীদের উপস্থিতি থাকলেও পরিমাণে কম হওয়ায় যাত্রী নিতে অনীহা প্রকাশ করে নোঙর করা লঞ্চ এসটি খিজির-৪। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের নির্দেশে লঞ্চটি যাত্রী পরিবহন করতে বাধ্য হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, নদীপথ ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ।

কাজল কায়েস/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।