জামালপুরে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
জামালপুরের বকশীগঞ্জে সহির উদ্দিন (৫৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে মাঝেরপাড়া গ্রামের একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার রাত ৮টায় দিকে সহির উদ্দিন জারি গান শোনার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। সোমবার দুপুরে বাড়ির পাশের ব্রিজের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলার প্রক্রিয়া চলমান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মো. নাসিম উদ্দিন/এমআরআর/এএসএম