টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কা, খালা-ভাগনি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১২ জুলাই ২০২২

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী খালা ও ভাগনি নিহত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলা কাঠুয়াজারি গ্রামের কুদ্দুসের মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগনি জামালপুরের টেংকিমারি গ্রামের জাউলের মেয়ে রিয়া মনি (৫)। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিএনজিটি এলেঙ্গা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জগামী এসআই পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়া নামে পাঁচ বছরের শিশুটি নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি মৌসুমীর বোনের মেয়ে।

এএসআই নবীন আরও বলেন, এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।