এক গাছে ফুটলো ২২ নাইট কুইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১২ জুলাই ২০২২

মিষ্টি গন্ধের ফুল ‘নাইট কুইন’ বা ‘রাতের রানি’। ফোটে রাতে। আবার রাত শেষ হওয়ার আগেই ঝরে যায়। ছাদ বা বারান্দায় রাখা টবে এই গাছে ফুল ধরলে দারুণ দেখায়। এর মিষ্টি গন্ধ যেন মাদকতা ছড়ায়।

ঈদের দিন রোববার (১০ জুলাই) রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের বাসিন্দা শিবলী সাদিক সোহাগের বাড়িতে এক গাছে ফুটেছে ২২টি নাইটকুইন ফুল। খবর পেয়ে দৃষ্টিনন্দন এ ফুলগুলো দেখতে প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় জমান।

শিবলী সাদিক সোহাগ বলেন, ‘২০০২ সালে একটি নাইট কুইন ফুলের চারাগাছ সংগ্রহ করে বাড়ির দোতলার ছাদে যত্ন করে রেখে দিয়েছিলাম। এরপর প্রতিদিন পানি ও সার দেওয়াসহ পরিচর্যার কাজ করতাম। তবে গাছের টবে কখনো রাসায়নিক সার ব্যবহার করিনি। সবসময় জৈব সার ব্যবহার করতাম। আমার বিশ্বাস ছিল একদিন ফুল ফুটবে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর আমার স্বপ্ন সত্যি হলো। একসঙ্গে ২০টি ফুল ফুটেছে। এত বেশি ফুল ফুটবে আমি চিন্তাই করিনি। নিজের হাতে লাগানো গাছে এত ফুল দেখে আমি খুবই খুশি হয়েছি, যা ভাষায় বলে বোঝাতে পারবো না।’

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।