দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১
লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৭ বাসযাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তি ট্রাক চালকের সহকারী (হেলপার) বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১৩ জুলাই) ভোরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে ইকোনো পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় গাড়ির সামনের দিকে থাকা ৭ জন আহত হন। ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হন।
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
কাজল কায়েস/এফএ/এএসএম