নরসিংদীতে দু’পক্ষের টেঁটাযুদ্ধে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৩ জুলাই ২০২২
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের টেঁটাযুদ্ধে মফিজ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন।

বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজ একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খালেক হাজির সঙ্গে সাবেক সদস্য শাহ আলমের বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ১০টার দিকে শাহ আলমের এলাকার একটি শিশু খালেক হাজির নামাপাড়ায় খেলতে গেলে তাকে মারধর করা হয়।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে দুপুর ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের লোকজন টেঁটা, ছোড়া, দাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রতিপক্ষের আঘাতে শাহ আলমের সমর্থক মফিজ মিয়া (৬০), আছমা বেগম (৩৫), খলিলুর রহমান (৫৫), জোনায়েদ মিয়া (১৮) এবং খালেক হাজির সমর্থক জয়নাল আবেদীনসহ (৭০) অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফিজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জাগো নিউজকে বলেন, টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

সঞ্জিত সাহা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।