ভোলায় বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৬ জুলাই ২০২২

ভোলার চরফ‌্যাশনে বাড়ির পাশের পুকুরে ডুবে সোহানা বেগম (৫) ও ফাতেমা বেগম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

সোহানা ওই ওয়ার্ডের মো. ফজলুল হকের মেয়ে। অপরদিকে ফাতেমা টাঙ্গাইলের নাগরপুর এলাকার মো. মতিনের মেয়ে।

স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে দুই শিশু ওই বাড়িতে বেড়াতে আসে। শনিবার খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আইচা থানার কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।