ঘুমের ইনজেকশন না পাওয়ায় ফার্মেসিতে আগুন দেওয়ার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৬ জুলাই ২০২২

জামালপুর পৌর শহরে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ইনজেকশন ও সিরিঞ্জ না পাওয়ায় পেট্রল ছিটিয়ে ফার্মেসিতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় খন্দকার রওনক আহমেদ পলাশ নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৬ জুলাই) বিকেলে শহরের হাটচন্দ্রা মিয়াবাড়ি বাজারে ‘হাটচন্দ্রা মেডিকেল হল’ নামের ফার্মেসিতে এ ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের মৃত খন্দকার আবু সালেহ মো. ফারুক টাইগারের ছেলে।

মেডিকেল হলের মালিক মো. হাফিজুর রহমান আকবর জানান, শুক্রবার রাতে পলাশ তার ছেলেকে দিয়ে চিরকুট পাঠায় সিডিল ইনজেকশন ও সিরিঞ্জ নেওয়ার জন্য। এ সময় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার বিকেলে ফার্মেসিতে পেট্রল ছিটিয়ে দেন পলাশ। এ সময় দেয়াশলাই দিয়ে আগুন জ্বালাতে গেলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেন।

বাংলাদেশ ক্যামিস্ট ও ড্রাগিস্ট সমিতির জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘ঘুমের ইনজেকশন না দেওয়ায় পলাশ নামে এক ব্যক্তি এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জাগো নিউজকে বলেন, ওই ফার্মেসি থেকে একজনকে আটক করে স্থানীয়রা আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।