কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৭ জুলাই ২০২২
সৈকতে ভেসে আসে মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে মৃত একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যরে ওই ডলফিনটি পেট ফাটা অবস্থায় পাওয়া গেছে।

রোববার (১৭ জুলাই) সকালে কুয়াকাটার গঙ্গামতি সৈকতে মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পান। পরে মৃতদেহ সৈকতে বালু চাপা দেয় বন বিভাগ।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জাগো নিউজকে বলেন, ‘ডলফিনটি অন্তত এক সপ্তাহ আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। সকালে জোয়ারের পানিতে ঢেউয়ে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। এরই মধ্যে শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।’

jagonews24

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে বলেন, ‘কি কারণে মারা গেছে তা স্পষ্ট নয়। এর আগে ৩০ জুন আরেকটি মৃত ডলফিন ভেসে আসে সৈকতে। চলতি বছর এ পর্যন্ত ১৪টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে। আমাদের টিম সার্বক্ষণিক বিচে কাজ করছে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।