মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৩০ জন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দালালসহ ৩০ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
সোমবার (১৮ জুলাই) সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীন যাদবপুর বিওপির টহলদল মহেশপুর উপজেলার গোপালপুর গ্রাম থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ১০ নারী ও ১১ শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, নড়াইল, ঢাকা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
তাদের যাতায়াতে সহায়তাকারী দালাল তৌফিক মহেশপুর উপজেলার পাথরা গ্রামের মোশারফ তরফদারের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে মহেশপুর থানায় মামলা ও পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম