সহিংসতায় নৌকার সমর্থক নিহত, বিদ্রোহী প্রার্থী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৯ জুলাই ২০২২
গ্রেফতার বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিন

পটুয়াখালীর বাউফলে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত নৌকা প্রতীকের সমর্থক আমির হোসেন মৃধা (৭০) মারা গেছেন। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনার পরপরই রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মহসিনকে তাঁতরকাঠির বাসভবন থেকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বিকেলে নৌকা প্রতীকের সমর্থকরা মোটরসাইকেলবহর বের করেন। বহরটি নাজিরপুর বাংলাবাজার থেকে তাঁতেরকাঠি ব্রিজের কাছে পৌঁছালে বিদ্রোহী প্রার্থী এস এম মহসিনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

এর মধ্যে গুরুতর আহত আমির হোসেন মৃধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মারামারির ঘটনায় নিহত আমির হোসেনের ছেলে সোহেলের দায়ের করা মামলায় এসএম মহসিনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন হৃদরাগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়। এ শূন্যপদে আগামী ২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।