বেনাপোলে ৫৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ নারী যাত্রী আটক
যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ উম্মে সালমা নামের এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল তাকে আটক করে। আটক উম্মে সালমা ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জাগো নিউজকে বলেন, গোপন সংবাদে সকাল থেকে চেকপোস্টে অবস্থান করি এবং উম্মে সালমা নামে এক যাত্রীকে নজরদারিতে রাখি। যাত্রীর কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হওয়ার পর ভারতে প্রবেশের আগে গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করি। প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে তিনি তার ব্যাগের ভিতর থেকে সোনার তৈরি ১০টি চুড়ি ও একটি মোটা চেইন বের করে দেন।
মনিরুজ্জামান চৌধুরী আরও বলেন, জব্দ স্বর্ণের মোট ওজন ৮৪৩ গ্রাম। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা। জব্দ স্বর্ণালঙ্কার বেনাপোল কাস্টমস হাউজে জমার পাশাপাশি যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. জামাল হোসেন/এসজে/এএসএম