পামঅয়েলে রং মিশিয়ে সরিষা তেল বলে বিক্রি, লাখ টাকা জরিমানা
পামঅয়েলের সঙ্গে বিষাক্ত রং মিশিয়ে ভেজাল সরিষা তেল উৎপাদন ও বিপণনের দায়ে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারের একটি অয়েল মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, বনগ্রাম বাজারে অবস্থিত ইমারুল অয়েল মিলে পামঅয়েলের সঙ্গে রং মিশিয়ে সরিষার তেল তৈরি করা হয় বলে অভিযোগ ছিল। অভিযোগ পেয়ে
দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অয়েল মিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করতে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাহমুদ আলম। নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল আতাইকুলা থানা পুলিশের একটি টিম।
আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস