ইয়াবাসহ অস্ত্র-ডাকাতি মামলার আসামি গ্রেফতার
নোয়াখালী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আবছার হোসেন (৩৩) নামের অস্ত্র ডাকাতি ও পুলিশ অ্যাসল্ট মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনারায়ণপুর বালুর মাঠ থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার মো. আবছার হোসেন নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি বর্তমানে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী শান্তিরহাট এলাকায় বসবাস করে আসছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. আবছার হোসেনকে ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় অস্ত্র, ডাকাতি, পুলিশ আক্রান্ত ও নোয়াখালীর হাতিয়া থানায় নিয়মিত মামলাসহ চারটি মামলা রয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আসামি মো. আবছার হোসেনের বিরুদ্ধে নতুন করে মাদক আইনে আরেকটি মামলা রুজু করা হয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম