পুকুরে মিললো কিশোরীর বস্তাবন্দি মরদেহ
শেরপুরের ঝিনাইগাতীতে পুকুর থেকে মীম (১৪) নামের এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মীম ওই গ্রামের মমিন মিয়ার মেয়ে। সে বাকাকুড়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মীম। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। পরে রোববার দুপুরে বাড়ির সামনের পুকুরে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে মীমকে শ্বাসরোধ করে হত্যা করার নমুনা পাওয়া গেছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইমরান হাসান রাব্বী/আরএইচ/জিকেএস