নববধূর আবদার রক্ষার আগেই চলে গেলেন রাজিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৪ জুলাই ২০২২

তিন মাস আগে বিয়ে হয় স্মৃতি রানী দাসের। স্বামীর কাছে আবদার করেছিলেন কক্সবাজার ঘুরতে যাবেন। এ সপ্তাহে যাওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু স্ত্রীর আবদার পূরণ করা আর হলো না স্বামী রাজিব চন্দ্র দাসের (২৫)। সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

শনিবার (২৩ জুলাই) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজিব।

এরআগে শুক্রবার (২২ জুলাই) দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি।

নিহত রাজিব চন্দ্র দাস নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ললিত মোহন দাস বাড়ির দুলাল চন্দ্র দাসের ছেলে।

রাজিবের বড় ভাই সুমন চন্দ্র দাস বলেন, ‘তিন মাস আগে বিয়ে করে রাজিব। কিন্তু স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। স্ত্রীর আবদার অনুযায়ী ফেনী থেকে এসে আজকালের মধ্যে কক্সবাজার ঘুরতে যাওয়ার কথা ছিল। তার আগেই সে চিরতরে চলে গেলো।’

সুমন আরও জানান, শুক্রবার রাজিব তার স্ত্রীর কিছু কাগজপত্র নিয়ে ফেনী থেকে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এদিকে রাজিবের মৃত্যুর খবর শোনার পর থেকে স্ত্রী স্মৃতি রানী দাস বারবার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার হোসেন সম্রাট বলেন, রাজিব চন্দ্র দাস সবার সঙ্গে মিশুক ছিলেন। তার অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।