পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, যুবক গ্রেফতার
শেরপুরের ঝিনাইগাতীতে বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে মিম আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত অভিযোগে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার সকালে শেরপুর প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার রাতে ওই কিশোরীকে ফুসলিয়ে ঝিনাইগাতীর বাকাকুড়া এলাকার কালঘোষা নদীর তীরে নিয়ে গিয়ে ধর্ষণ করে আল-আমিন। পরে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে সে ভুক্তভোগীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মিমের মরদেহ বস্তাবন্দি করে পাশের একটি পুকুরে ফেলে দেয় অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি আল-আমিনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
গত রোববার (২৪ জুলাই) বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের একটি পুকুর থেকে মিম আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় কিশোরীর বাবা মমিন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। পরে ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৪।
ইমরান হাসান রাব্বী/এমআরআর/এএসএম