গাইবান্ধায় কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবসহ ৭ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন নেত্রকোনার এক নারী। তবে এ মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
বুধবার (২৭ জুলাই) বিকেলে মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেস। তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে সোমবার (২৫ জুলাই) রাতে ওই নারী থানায় সাত জনের নামে ধর্ষণ মামলা করেন।
ওই নারীর অভিযোগ, সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার কামরুল ইসলাম সাজুর সঙ্গে ওই নারীর পরিচয় হয় ঢাকায়। পরে তারা বিয়ে করেন। ঈদুল আজহায় কামরুল ঢাকা থেকে ফ্রিজসহ বেশকিছু দামি জিনিসপত্র নিয়ে নিজ বাড়িতে পালিয়ে আসেন।
৬ জুলাই স্বামীকে খুঁজতে সুন্দরগঞ্জ আসেন ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে কামরুলের বাসার ঠিকানা খুঁজে বের করে দেন। কিন্তু তাকে অন্য একটি বাসায় নিয়ে যান সাজু। সেখানে কাউন্সিলর হাবিব এসে বিয়ের কাগজপত্র দেখতে চেয়ে ধর্ষণ করেন।
এ বিষেয়ে কাউন্সিলর হাবিবুর রহমানের মোবাইল ফোনে একাধিক কল দিয়েও বন্ধ পাওয়া যায়। তাকে ক্ষুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এসজে/এমএস