টেকনোলজিস্টের সই জাল করে ভুয়া রিপোর্ট, তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৭ জুলাই ২০২২

গাইবান্ধায় প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের টেস্ট রিপোর্টে টেকনোলজিস্টের সই জাল করে ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সাকিবকে সভাপতি করে তিন সদস্যের এ কমিটি গঠন করেন।

কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সিভিল সার্জনের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির বাকি দুজন সদস্য হলেন- গাইবান্ধা বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. নাজমুল হুদা ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সোহেল মাহমুদ।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ১২ জুলাই মুত্তালিব মিয়া নামে এক ব্যক্তি প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডায়াবেটিকস পরীক্ষা করাতে যান। ডায়াগনস্টিক সেন্টারের নিয়ম অনুযায়ী ল্যাব টেকনোলজিস্ট স্বাক্ষরিত রিপোর্ট রোগীকে দিতে হয়। ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট রবিউল ইসলাম ঈদের আগে ছুটিতে যান এবং যোগদান করেন ১৩ জুলাই। অথচ ১১ জুলাই থেকে ১২ জুলাই যতগুলো রিপোর্ট তারা ডেলিভারি করেছেন সবগুলোতেই রবিউল ইসলামের সই ছিল। রবিউল ছুটিতে থাকায় তার সহকারী এ ভুয়া স্বাক্ষর করেছেন, যা এক ধরনের অপরাধ ও প্রতারণার শামিল।

এ বিষয়ে গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাভেদ হোসেন ভুয়া স্বাক্ষরে রিপোর্ট দেওয়ার বিষয়ে সিভিল সার্জন বরাবর একটি অভিযোগ দেন। পরে সিভিল সার্জন অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।