ঝিনাইদহে জোড়া হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৮ জুলাই ২০২২
আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা

ঝিনাইদহের শৈলকুপায় আলোচিত জোড়া খুনের মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে ওই মামলায় আরও ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ দণ্ডাদেশ দেন।

মামলার আসামি কুদ্দুস মিয়া, কোবা মোল্লা, রইচ উদ্দিন ও বাচ্চু মিয়াকে যাবজ্জীবন এবং বাকি দুইজনকে তিন বছর এবং নয়জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলার বাকি পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিতরা বাকিরা হলেন- লিক্সন হোসেন, জিকু মিয়া, কলম হোসেন, আবুল বাশাল ওরফে দরপন, রবিউল ইসলাম রবি, আলম মিয়া, হাবিবুল ইসলাম, ইকমাল মিয়া, মতি, তরুণ মোল্লা ও সাচ্চু হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ এপ্রিল শৈলকুপা উপজেলার বৃত্তিদেবী রাজনগর গ্রামে হালখাতার চিঠি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওই গ্রামের কফিল উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। তাকে বাঁচাতে এলে একই গ্রামের আজিম মুন্সীকেও কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই কফিল উদ্দিন ও হাসপাতালে নেওয়ার পথে আজিম মুন্সী মারা যান।

এ ঘটনায় কফিলের ভাগনে হাবিবুর রহমান ১৭ জনকে আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৮ জুলাই পুলিশ ১৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। বাদী নারাজি পিটিশন দিলে তদন্ত শেষে আরও তিনজনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্টপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল খালেক ও আসামিপক্ষে শামসুজ্জামান লাকী, রাশিদুল হাসান জাহাঙ্গীর ও এ এইচ এম খায়রুলজ্জামান মামলা পরিচালনা করেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।