গোপালগঞ্জে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৯ জুলাই ২০২২
প্রতীকী ছবি

গোপালগঞ্জে খালে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলার গেটপাড়া খালে এ ঘটনা ঘটে। তারা শহরের রংধনু স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খন্দকার আরমান (১২) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১২)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। এরমধ্যে সাঁতার না জানায় আরমান ও হৃদয় পানি ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অসুস্থ আপনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেহেদী হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।