প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, দুই নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৯ জুলাই ২০২২

নোয়াখালীর মাইজদীতে দুই নারী প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রেমের ফাঁদে ফেলে বিত্তশালীদের অশ্লীল ছবি-ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নিতেন। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে পর্নোগ্রাফি মামলা দিয়ে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে মাইজদী হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের একজনের বয়স ৩৫ ও অন্যজনের ২৫ বছর।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ওই নারীরা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের কৌশলে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে ঘনিষ্ঠ হন। একপর্যায়ে নির্জন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ছবি-ভিডিও ধারণ করতেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন।

পুলিশ সুপার আরও বলেন, ভুক্তভোগী একজনের অভিযোগের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দুই নারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে অশ্লীল ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।