হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ৩০ জুলাই ২০২২
ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবলে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে সিলেট-মহাসড়কের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সিলেটগামী রড বোঝাই একটি ট্রাকের চাকা পরিবর্তন করছিলেন হেলপার। এ সময় পেছন দিক থেকে অপর একটি ট্রাক রাস্তার দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থেকে ট্রাকটির চালক ও আরেক ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে পথে চালক মারা যান। হাসপাতালে পৌঁছার পর হেলপারও মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ জাগো নিউজকে বলেন, তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে দুজনই মারা যায়। কিন্তু তাদের পরিচয় এখনো শনাক্ত সম্ভব হয়নি। গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।