এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকার এক্সপ্রেসওয়েতে বাসচাপায় সাকিব শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (৩০ জুলাই) দুপুরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় মহাসড়কের ওপর এক কিশোরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তখন স্থানীয়রা জানায়, নিহত কিশোর মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় ঢাকামুখী ইমাদ পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মাঝে পড়ে ওই কিশোর। পরে বাসের চাপায় তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হলেও স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত সাকিব শেখের বাড়ি শিবচরের মাদবরচর ইউনিয়নে। সে রাজার চর গ্রামের ইদ্রিস শেখের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একে এম নাসিরুল হক/এমআরআর