লোডশেডিংয়ের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:১৮ এএম, ০১ আগস্ট ২০২২
লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে সাতক্ষীরা জেলা বিএনপি

সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। রোববার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা হাইস্কুল মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন, ডা. শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সদস্য সচিব আব্দুল আলিম প্রমুখ।

বক্তারা বলেন, সীমাহীন লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশে বিদ্যুৎখাতে এক নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রিজার্ভ কমে যাচ্ছে বিধায় গ্যাস আমদানি করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের ঊধ্র্বগতির কারণে নাভিশ্বাস উঠেছে জনগণের। এ অবস্থা থেকে পরিত্রাণে সরকারকে হটাতে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপি নেতারা।

আহসান রাজীব/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।