শার্শায় ইউপি সদস্য হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০১ আগস্ট ২০২২
গ্রেফতার তিন আসামি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ সদস্য আশানুর রহমান বাবলু হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৩১ আগস্ট) গভীর রাতে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতাররা হলেন, শার্শা উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়ার মৃত ছাদেক মোল্লার ছেলে লুৎফর রহমান, আবেদার রহমান ও তার ছেলে কলিম উদ্দিন।

ডিবি জানায়, গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে মনিরামপুর উপজেলার কায়েমকোলা গ্রাম থেকে লুৎফর রহমান, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রাম থেকে কলিম উদ্দিন ও রূপদিয়া সাড়াপোল গ্রাম থেকে আবেদার রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা মাঝেরপাড়া গ্রামে লুকানো হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি হাসুয়া উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের রেখে দেওয়া অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আরিফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত আসামির অবস্থান শনাক্ত করে জেলার মনিরামপুর ও ঝিকরগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

গত ২১ জুন রাত পৌনে ১০টার দিকে বেনাপোলের বালুন্ডা বাজারের ভাই ভাই ফার্নিচারের সামনে বাবলুকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়। তিনি উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে ও ৮নং বাগআঁচড়া ইউপির সদস্য ছিলেন।

মো. জামাল হোসেন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।