ভোলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পদবঞ্চিতরা।
বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, গত ২৫ জুলাই ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মাত্র দুই/তিনজন ছাড়া কোনো ত্যাগী, নির্যাতিত ও নিপীড়িত কর্মী নেই। অযোগ্য, অর্বাচীন ও হাইব্রিডদের দিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের পকেট কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি আমরা মানি না, মানবো না।

দ্রুত ওই কমিটি বাতিল করে নতুন করে যোগ্যদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা।
এসময় ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম তুহিন, সাবেক সদস্য মো. জাকির হোসেন মিয়াজি, মো. রাকিব হাসান, মাকসুদুর রহমান, রাছেল আহম্মেদসহ আরও কয়েকজন পদবঞ্চিত নেতা বক্তব্য দেন।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জিকেএস