চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান, ২০ মণ চোরাই ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৪ আগস্ট ২০২২

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ মণ চোরাই তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি ট্রলারসহ দুজন চোরাকারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর চর শফরমালী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দশআনী গ্রামের ওবায়দুল্লাহ (৪৮) ও মো. সুমন (৩৩)।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল পাচারকালে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ২০ মণ (৮০০ লিটার) ডিজেলসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের নামে মামলা দিয়ে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

নজরুল ইসলাম আতিক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।