রায়পুরে ৪ শিশুকে বেদম পিটুনি, মামলার নির্দেশ আদালতের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৪ আগস্ট ২০২২

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে আখ ক্ষেতে ঢোকায় চার শিশুকে বেধড়ক পেটানোর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে থানায় মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইউছুফ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আবদুর রহিম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনায় চার শিশুকে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এতে ভুক্তভোগী এক শিশুর মামা মিজানুর রহমান সুবজ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। এটি আমলে নিয়ে বিচারক ২৪ ঘণ্টার মধ্যে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

জানতে চাইলে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জাহাঙ্গীর বলেন, ঘটনাটি শুনেছি। তবে আদালতের নির্দেশনা এখনো থানায় আসেনি। আসলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তরা হলেন- মো. মুসলিম, মামুন হোসেন, সাহাব উদ্দিন মিঝি। তারা রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরমোহনা গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (৩১ জুলাই) দুপুরে ওই চার শিশু ডাকাতিয়া নদীর পাশে খেলাধুলা ও গোসল করতে যায়। এসময় তারা খেলতে গিয়ে অভিযুক্তদের আখ ক্ষেতে ঢোকে। এতে অভিযুক্তরা তাদের সেখানে মারধর করে। একপর্যায়ে ক্ষেত থেকে বের করে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শিশুদের রক্তাক্ত জখম করে। এতে এক শিশুর কানের পর্দা ফেটে যায়। আরেক শিশুকে লাঠি দিয়ে পিটুনির পর গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে অভিযুক্তরা। শিশুদের চিৎকারে স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

বাদী মিজানুর রহমান সবুজ বলেন, মারধরের কারণ জানতে চাইলে অভিযুক্তরা শিশুদেরসহ আমাকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেয়। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে আমি আদালতের দ্বারস্থ হয়েছি।

কাজল কায়েস/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।