বগুড়ায় দূরপাল্লাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৬ আগস্ট ২০২২
ফাইল ছবি

পূর্ব ঘোষণা ছাড়াই বগুড়া থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের তেলচালিত বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৬ আগস্ট) সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।

বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর, নগরবাড়ীসহ রাজধানী ঢাকার উদ্দেশ্যে কোনো বাস বগুড়া থেকে ছেড়ে যায়নি। তবে সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলার আভ্যন্তরীণ রুটে গ্যাসে চালিত বাস চলাচল করছে।

পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসানের কারণে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। নতুন করে ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

বগুড়া ও নগরবাড়ী রুটের বাস চালক নাসির জানান, আগে যেখানে জ্বালানি লাগতো পাঁচ হাজার টাজার এখন লাগবে ৯ হাজার। বাড়তি চার হাজার টাকা পাবো কই। এজন্য গাড়ি চালানো বন্ধ রেখেছি।
বগুড়া-ঢাকা রুটের ইউনাইটেড পরিবহনের বাস চালক জিয়াউর রহমান বলেন, বাস ভাড়া না বাড়ানো পর্যন্ত গাড়ি চালাবো না। নিজের পকেট থেকে টাকা ঢেলে কেউ ব্যবসা করবে না।

বগুড়া-সিরাজগঞ্জ রুটের চেইন মাস্টার নিহাজুল ইসলাম জানান, সকাল থেকে আমার রুটে মাত্র একটি বাস ছেড়েছে। তবে সেটিও গ্যাসের। তেলের কোন গাড়ি চলাচল করছে না। অন্যরুটেও একই অবস্থা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।