জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৬ আগস্ট ২০২২

পূর্ব ঘোষণা ছাড়াই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে নাগরিক মঞ্চ।

শনিবার (৬ আগস্ট) দুপুরে শহরের নাট্য সংস্থার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ফারুক কবীর, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আহাদ বকুল, হাসান মোর্শেদ দীপন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার পূর্ব ঘোষাণা ছাড়াই গভীররাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। এতে জনভোগান্তি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ চরম সংকটে পড়েছে। তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।