পেট্রল-ডিজেল কম দিয়ে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৭ আগস্ট ২০২২

পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৭ আগস্ট) দুপুরে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম।

মো. আবদুস ছালাম জাগো নিউজকে বলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে রূপ ফিলিং স্টেশনে ৫ লিটার পেট্রলে ১৬১ মিলিলিটার ও ৫ লিটার ডিজেলে ১৩০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। এ বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

পেট্রল-ডিজেল কম দিয়ে লাখ টাকা জরিমানা

এ সময় পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) মো. শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশ লাইনন্সের একদল পুলিশ।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।