মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৭ আগস্ট ২০২২
স্বজনদের আহাজারি ও ইনসেটে নিহত শাহীন শেখ

মাদারীপুরের রাজৈরে শাহীন শেখ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ আগস্ট) সকালে উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহীন বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলেন।

স্থানীয়রা জানান, বাড়ির লোকজন বেড়াতে যাওয়ায় শনিবার রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়েন শাহীন শেখ। পরে রোববার সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিহত শাহীনের চাচাতো ভাই মো. জব্বার বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এর কঠিন বিচার চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জাগো নিউজকে বলেন, প্রতিপক্ষের লোকজন নাকি হত্যা মামলা থেকে বাঁচতে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।