১৬ লাখ টাকার শাড়ি-লেহেঙ্গাসহ ইউপি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৮ আগস্ট ২০২২

ফেনীতে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ইউপি সদস্যসহ চারজনকে আটক করা হয়। রোববার (৭ আগস্ট) ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া পূর্ব মধুগ্রাম ওয়ার্ডের সদস্য (মেম্বার) আনোয়ার হোসেন অভি (৩৫), তার সহযোগী নুর আলম তুষার চৌধুরী (২৮), কাভার্ডভ্যানচালক শাহাদাত হোসেন (১৮) ও চালকের সহযোগী আবদুল হালিম (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয়। সন্দেহভাজন একটি সাদা রঙের কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালালে আট লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫১৫ পিস ভারতীয় শাড়ি ও সাত লাখ ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ২৭০ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়।

এ ঘটনায় রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল কামাল বাদী হয়ে মামলা করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ মো. ফয়সাল আহম্মেদ ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।