পাবনায় উদ্ধার দুই গন্ধগোকুলের বাচ্চা বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৮ আগস্ট ২০২২

পাবনার চাটমোহরে উদ্ধার দুটি গন্ধগোকুলের বাচ্চা বনে অবমুক্ত করা হয়েছে। রোববার (৭ আগস্ট) রাতে উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগরের একটি বনে বাচ্চা দুটি ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ অপরূপ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চাটমোহর উপজেলা সভাপতি এ সি জীবন খান জানান, সন্ধ্যায় রামনগর গ্রামের উত্তর পাড়ার বেলাল হোসেনের বাড়িতে দুটি গন্ধগোকুলের বাচ্চা দেখতে পেয়ে আমাদের জানান। সেখানে উপস্থিত হয়ে আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। রাতে ইউএনও সৈকত ইসলাম ওই বাড়িতে গিয়ে গন্ধগোকুলের বাচ্চা দুটি অবমুক্ত করেন।

পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, গন্ধগোকুলের বাচ্চা দুটি বনে অবমুক্ত করা হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।