দোকানের দেওয়াল ভেঙে স্বর্ণালঙ্কার চুরি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৮ আগস্ট ২০২২
দোকানের দেওয়াল ও দরজার তালা লাগানোর স্টিলের পাত ভেঙে ফেলা হয়

পাবনার ঈশ্বরদীতে দোকানের দেওয়াল ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। রবিবার (৮ আগস্ট) দিনগত রাতে নতুনহাট মোড়ের মোল্লা জুয়েলার্সের চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকান মালিক আশরাফুল ইসলাম মারুফ মোল্লা বলেন, ‘সকাল ৯টায় দোকান খুলে ভেতরে ঢুকে দেখি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। দোকানের পেছনের ওয়াল ও দুটি দরজার তালা লাগানোর স্টিলের পাত ভাঙা। দোকানের স্টিলের সিন্দুক ও ডিসপ্লে করে রাখা সাত ভরি স্বর্ণ, ৩০০ ভরি রুপা ও নগদ ৩২ হাজার টাকা চুরি হয়েছে।’

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, দোকানের পেছনের ওয়াল ভেঙে ও দুটি স্টিলের দরজার তালা লাগানোর লকের পাত ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে একাধিক চোর জড়িত বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।