ভোটারকে মারধরের ঘটনায় ইউপি সদস্য কারাগারে
লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচন চলাকালে কেন্দ্রে ভোটারকে মারধরের ঘটনায় হাসান মাহমুদ আপেল নামে এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৮ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কমলনগর আমলি আদালতের বিচারক তারেক আজিজ এ নির্দেশ দেন। হাসান মাহমুদ উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। মামলার বাদী সজিব একই ওয়ার্ডের বাসিন্দা।
বাদীর আইনজীবী কামরুল হাসান রনি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসানসহ ১০ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এতে আদালত হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছের। অন্যদের জামিন দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২১ জুন হাজিরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হাসান মাহমুদ আপেল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটকেন্দ্রটিও তার বাড়ির সামনে ছিল। ভোট চলাকালে এক পর্যায়ে আপেল তার লোকজন নিয়ে ভোটারদের এলোপাতাড়ি পিটিয়ে কেন্দ্র দখল করে নেন। পরে নিজের প্রতীকে ভোট আদায় করেন তারা।
এ সময় ভোট দিতে আসা সজিব হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। সজিব সদস্য প্রার্থী কবির হোসেনের লোক ছিলেন। এ ঘটনায় পরদিন সজিব বাদী হয়ে আপেলকে প্রধান করে ১৮ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কমলনগর আমলি আদালতে মামলা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। পরে কমলনগর থানা পুলিশ তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
কাজল কায়েস/এসজে/এএসএম