পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কে মিললো নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক মাদারীপুর
প্রকাশিত: ১২:০০ পিএম, ০৯ আগস্ট ২০২২
ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কে খুলনাগামী লেন থেকে মালঞ্চ বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে অ্যাপ্রোচ সড়কের মাদবরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভোরের দিকে রাস্তা পার হতে গেলে কোনো গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। রাস্তা পার হতে গিয়ে কোনো পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন পরিবহন বা গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি।

সড়কের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহত মালঞ্চ বেগম উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, সকালে সড়কের ওপর থেকে দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে। রাস্তা পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।