গাজীপুরে নিরাপদ আবাসন কেন্দ্রে মিললো বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১০ আগস্ট ২০২২
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় অবস্থিত মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে মোছা. মিতু (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ওই তরুণী বাকপ্রতিবন্ধী। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ওই হেফাজতকেন্দ্র সূত্রে জানা গেছে, শ্রীপুর থানার একটি মামলায় ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে তিনি ওই কেন্দ্রে নিবাসী হিসেবে আছেন। মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় ওই আবাসনের তৃতীয় তলায় টয়লেটে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। দীর্ঘসময় ধরে টয়লেটের দরজা না খোলায় কেন্দ্রের অন্য নিবাসী নারীদের সন্দেহ হয়। পরে তারা টয়লেটের দরজা খুলে ওই তরুণীর মরদেহ ঝুলতে দেখে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মালেক খসরু খান বলেন, ওই তরুণীর শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।