কলাপাড়ায় ৯ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
পটুয়াখালীর কলাপাড়ায় ৯ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন কোস্ট গার্ড। রোববার (১৪ আগস্ট) রাত ৯টায় উপজেলার আলীপুর বাজারের একটি দোকান থেকে অবৈধ এসব কারেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। এসময় মাছ শিকারের ৯ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ হাজী মো. আব্দুর রাজ্জাক মৃধাকে আটক করা হয়। জব্দ করা জালের মূল্য তিন কোটি পনেরো লাখ টাকা।

তিনি আরও জানান, পরে কলাপাড়া উপজেলা মেরিন মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান আশিকের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মুচলেকা নিয়ে ওই জাল ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস