বসতঘরে আগুনে পুড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শরীয়তপুরের নড়িয়ায় বসতঘরে আগুন লেগে মুন্সী (৩২) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের পাটদল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সুমন মুন্সী ওই গ্রামের ইতালি প্রবাসী জয়নাল মুন্সীর বড় ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতর স্বজনরা জানায়, গভীর রাতে জয়নাল মুন্সীর বসতঘরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা মানসিক প্রতিবন্ধী সুমন আগুনে পুড়ে মারা যান।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, দুটি ইউনিট পাটদল এলাকায় গিয়ে একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরে থাকা এক যুবক পুড়ে মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস