টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ যাত্রী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:১০ পিএম, ১৬ আগস্ট ২০২২

টাঙ্গাইলে যাত্রীবাহী জান্নাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইল শোলাকুড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের সাব অফিসার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩০০০) কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইল শোলাকুড়া ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়িযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতরা হলেন- জামালপুর উপজেলার মর্জিনা খাতুন (৩৫) ও ঘাটাইল উপজেলার মতিন (২৫)।

আরিফ উর রহমান টগর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।