৬ মাস কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৭ আগস্ট ২০২২

টাঙ্গাইলে এক কলেজছাত্রীকে অপহরণ ও দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে (১৬ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। রায়ে দণ্ডিতকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. বাদল মিয়া (৪৫) সখীপুর উপজেলার রতনপুর গ্রামের দরবেশ আলীর ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সখীপুরের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বাদল মিয়া ২০১৭ সালের ১১ জানুয়ারি ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান। পরে তাকে পরিত্যাক্ত একটি ঘরে আটকে রাখেন। ওই ঘরে ছয় মাস আটকে রেখে তাকে ধর্ষণ করেন। ওই বছর ২৯ জুলাই ওই ছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ঘর থেকে উদ্ধার করা হয়। পরে ছাত্রীর ভাই বাদী হয়ে সখীপুর থানায় বাদল মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন।

বাদল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম ২০১৮ সালের ১ জুন বাদল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালে বাদল মিয়া জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।