কুয়াকাটায় খাবার হোটেল মালিকদের ধর্মঘট প্রত্যাহার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৭ আগস্ট ২০২২

পটুয়াখালীর কুয়াকাটায় খাবার হোটেল মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক মো. কামাল হোসেন দাবি মেনে নিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

খাবার হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সি জানান, জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট বারবার ভ্রাম্যমাণ আদালত করায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরে জেলা প্রশাসক আমাদের বৈঠকে ডেকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। ফলে আমরা ধর্মঘট প্রত্যাহার করি।

jagonews24

তিনি আরও জানান, জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সন্তুষ্ট। এখন থেকে আরও সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে খাবার হোটেল পরিচালনা করবো।

বৈঠকে খাবার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেনসহ সব হোটেল মালিকরা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।