শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে: এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশের উন্নয়ন হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ভোলার লালমোহন বাজারের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ২১টি সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুন্নবী চৌধুরী শাওন আরও বলেন, বর্তমানে কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স চরমভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমানে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহিরুল হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জেআইএম