ভোলার অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে ভোলার অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় বিকেলে ভোলার অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে নদী উত্তাল থাকায় জেলার সাত উপজেলার জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম