হবিগঞ্জে মহাসড়ক অবরোধ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২০ আগস্ট ২০২২

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন চা শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত হবিগঞ্জের চা শ্রমিকরা বাহুবল উপজেলার বাগানবাড়ী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

jagonews24

এসময় চা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য স্লোগান দেন। শ্রমিক নেতারা বলেন, গত বুধবার (১৭ আগস্ট) ঢাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে তামাশা করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চা শ্রমিকদের ১২০ টাকা মজুরিতে জীবন-জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্য তারা ৩০০ টাকা মজুরি আদায়ের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

বালুচর চা বাগানের পঞ্চায়েত সাধারণ সম্পাদক রাজারাম যাদব বলেন, আমরা চা শ্রমিকরা কী কষ্টে জীবনযাপন করছি তা কেউ দেখছে না। আমরা একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে আমাদের সংসার চলছে না। যদি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেয় তবে সঙ্গে সঙ্গে কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরবো। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।