র‌্যাবের সিও পরিচয়ে প্রতারণা করতেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২১ আগস্ট ২০২২

টাঙ্গাইলে র‌্যাবের সিও পরিচয়ে প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান রাতুল (৪১) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

মোস্তাফিজুর রহমান রাতুল ময়মনসিংহের ভালুকা উপজেলার রান্দিয়া ধলিয়া এলাকার আবুল হোসেনের ছেলে।

মোহাম্মদ আনিসুজ্জামান জানান, দুই সপ্তাহ আগে মোস্তাফিজুর রহমানের প্রতারণার বিষয়ে কয়েকজন র‌্যাবের কাছে অভিযোগ দেয়। পরে র‌্যাব বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে শনিবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময়ে নিজেকে র‌্যাব-১ এর সিও, পুলিশের এসসপি, ৩২তম বিসিএস ক্যাডার, দুদক চেয়ারম্যানের আত্মীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছে এমন পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে প্রলোভিত করতেন। তার বিরুদ্ধে ২০০৭ সালে ময়মনসিংহ সদর থানায় প্রতারণা মামলা রয়েছে।

তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া, বিদেশে লোক পাঠানো ও সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ১৫-২০ জনের কাছ থেকে ৫০-৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, জনতা ব্যাংকের দুটি চেক, তিনটি মামলার এজাহার কপি, বায়োডাটা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।